ফুলছড়ির চরাঞ্চলে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

2025-09-25 15:15:55

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি বাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় এক মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল’ এবং ‘মাদক ছেড়ে মাঠে চল’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ খেলায় স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার ও বালুসিড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে বিএনপি নেতা ফিরোজ মোল্লার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জোহা লুডু, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ ও ওমর ফারুক, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলকাসুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শুকুম উদ্দিন শাহিন, সদস্য সচিব ছবুর আহমেদ, ছাত্রদল নেতা মঞ্জুরুল ইসলাম রানা, সাইফুল ইসলাম সাগর প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তুলতেই এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।