উন্নয়নের জন্য যোগাযোগ এবং কার্যকরী শিশু যোগাযোগ বিষয়ে  বিরলে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

2025-09-25 15:16:13

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে উন্নয়নের জন্য যোগাযোগ এবং কার্যকরী শিশু যোগাযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি কার্যালয়ে প্রশিক্ষণে চাইল্ড ফোরাম, যুব ক্লাব ও সি ফর ডি কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি ম্যানেজার নিতা ফ্লোরা দাস, প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, গোলাম সাকলাইন, চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাস প্রমুখ।

প্রশিক্ষণে উন্নয়নের জন্য যোগাযোগ এবং কার্যকরী শিশু যোগাযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।