আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট দিনাজপুরঃ
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি'র আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। (৩ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে র্যালিটি ঘোড়াঘাট শহীদ মিনার থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার ও ফরিদ আলম প্রমূখ। সমাবেশে পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।