ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

2025-09-25 15:15:51

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে,বর্ণাঢ্য র‌্যালী ,আলোচনা সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এতে সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, গোলাম ইয়াসিন, সাখাওয়াত হোসেন তৌহিদ ও রফিকুল ইসলাম শান্ত।

অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড্যাব নেতা ডা. ইউনুছ আলী, আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন, কৃষকদল আহ্বায়ক সুরুজ্জামান ও স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দলীয় বিভেদ ভুলে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা ও দশ  ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।