নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে রংপুরে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীর আরডিআরএস মিলনায়তনে ইউনেস্কোর সহযোগিতায় নিউজ নেটওয়ার্কের আয়োজনে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নিউজ নেটওয়ার্কের এডিটর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুজ্জামান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের লোকাল কো-অর্ডিনেটর, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। প্রশিক্ষণ প্রদান করেন, নিউজ নেটওয়ার্কের ট্রেনিং কো-অর্ডিনেটর সাংবাদিক জিয়াউর রহমান, রায়হান মাসুদ। উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট মো. রেজাউল করিম।
বক্তারা বলেন, সঠিক তথ্য সংগ্রহ, লেখার মান উন্নয়ন, ডিজিটাল নিরাপত্তা এবং ভুয়া তথ্য শনাক্ত করার দক্ষতা অর্জন করা সাংবাদিকদের বর্তমান যুগে অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের মানসম্মত ও গঠনমূলক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে রংপুরে কর্মরত ২০ জন সাংবাদিক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন সেশন ও ব্যবহারিক ক্লাসের মাধ্যমে সংবাদ লেখার কৌশল, অনুসন্ধানী সাংবাদিকতা, অনলাইন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেয়া হয়।