গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে এসে নিখোঁজ মুহিতের লাশ উদ্ধার

2025-09-25 17:17:38

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে এসে  নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর মেহেদী হাসান মুহিতের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের কেল্লার পার এলাকায় তিস্তা নদীতে তার লাশ ভেসে ওঠে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী  ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

মুহিত লালমনিরহাট জেলার কালিগঞ্জ তুষভান্ডার কাশিরাম এলাকার আশরাফ উল আমিন হেলাল মাস্টারের ছেলে। সে চীনের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা কোর্সের অধ্যয়রত শিক্ষার্থী ছিল।

জানা যায়, মঙ্গলবার সকালে শখের বসে মুহিতসহ ৫ বন্ধু মিলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে আসে। নদীর তীরে হাত দিয়ে তারা মাছ ধরতে থাকে এরই এক পর্যায়ে দুপুরে সাঁতার না জানায় নদীর গভীরে মুহিত ডুবে নিখোঁজ হয়।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী জানান,মোহিতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।