গঙ্গাচড়ায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

2025-09-25 15:15:57

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির উদ্যোগে ডাকবাংলো মাঠ থেকে বিকালে একটি বিরাট মিছিল বের করে। মিছিলটি গঙ্গাচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, আখেরুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রচার দলের সহ-সভাপতি রুহুল আমিন, রংপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহাসহ, বিএনপির সকল ইউনিয়ন কমিটির নেতাকর্মী, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক মিছিলে অংশগ্রহণ করে।মিছিল শেষে তাহানী সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।