মিঠাপুকুরে জামায়াতের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

2025-09-25 15:14:59

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

সকলের ভোট প্রদান নিশ্চিত এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়।  শেখ হাসিনা সরকার দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা সম্ভব হয়েছে তাদের গতানুগতিক কারণে। ঐক্যমত কমিশনে দেশের ২৬ টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হলে সুষ্ঠ প্রতিযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করা সম্ভব হবে। এসব মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক রংপুর - দিনাজপুর অঞ্চল মাওলানা আব্দুল হালিম।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার আমীর ও রংপুর- ৫ (মিঠাপুকুর)  আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দেশের মানুষ যদি জামাতে ইসলামী কে দেশ পরিচালনার দায়িত্ব দেন সে ক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। মিঠাপুকুরে জামায়াতের বিজয়ের জন্য ছাত্র-ছাত্রী এবং যুবসমাজের প্রয়োজন অতীতেও ছিল এখনো আছে। যুবকদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে।  আমরা সকলের সহযোগিতায় মিঠাপুকুরে বিজয় নিশ্চিত করতে চাই।

বৃহস্পতিবার  (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর

আসাদুজ্জামান শিমুল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, রংপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ,প্রমুখ।  মতবিনিময় সভায়  সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী  ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।