গঙ্গাচড়ায় কুটির ঘাটের সাইফুনে নবনির্মিত সাঁকোর উদ্বোধন

2025-09-25 15:15:54

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুটির ঘাটের সাইফুনে নবনির্মিত লোহার সাঁকোর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার বিকেলে সাঁকোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান এর সভাপতিত্বে

উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার,সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আমিন, রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান, সেক্রেটারী সাইফুল ইসলাম, নাগরিক ঐক্যের গগাচড়া উপজেলা আহ্বায়ক আব্দুল মজিদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গঙ্গাচড়া শাখার সভাপতি  আনিচুর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস আলী, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম প্রমূখ।

আলমবিদিতর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল ও স্থানীয় সুধীজনের আর্থিক সহায়তায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে সাঁকোটি নির্মাণ করা হয়।

সাঁকোটি নির্মাণ হওয়ার মধ্য দিয়ে এলাকাবাসীর অর্ধ শতাব্দীর স্বপ্নের বাস্তবায়ন ঘটল।

সাঁকোটি নির্মিত হওয়ায় নগরবন্দ, পাইকান বড়াইবাড়ি, ডাংগি পাইকান, মেছনিকুন্ডা, শয়রাবাড়িসহ আলমবিদিতর ও বেতগাড়ি ইউনিয়নের প্রায় ১০ হাজারের অধিক পরিবার গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাথে সরাসরি যাতায়াতের পথ উন্মুক্ত হলো।

এজন্য এলাকাবাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে আলমবিদিতর ইউনিয়নের সকল ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।