রাজারহাটে ৩বছরের শিশুকন্যা ধর্ষিত,ধর্ষক পলাতক

2025-09-25 15:14:25

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম): 

কুড়িগ্রামের রাজারহাটে ৩বছরের এক শিশুকন্যাকে ধর্ষন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে ধর্ষককে দ্রুত গ্রেফতার করতে পুলিশী তৎপর অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘটেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত ও নদীভাঙন কবলিত বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকায়।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত সোমবার(২সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই এলাকার সাহেব আলীর বাড়িতে মাহফিল চলছিল। মাহফিলে আমিনুর রহমানের ২বছর ৯মাসের শিশু কন্যাকে নিয়ে তার স্ত্রী মাহফিলে অংশগ্রহন করেন। এসময় শিশুটি খেলতে সাহেব আলীর বাড়িতে যায়। এ সুযোগে সাহেব আলীর ছেলে এরশাদ আলী(১৮) ফুসলিয়ে ফাঁকা শয়ন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় বাড়িতে কেউ ছিল না। শিশুটি কান্না করতে থাকলে লোকজনের ভয়ে ধর্ষক পালিয়ে যায়।  পরে শিশুটি কান্না করতে করতে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির অভিভাবক তাৎক্ষনিকভাবে ধর্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষিত অসুস্থ শিশুকে চিকিৎসা নিতে দিতে দেয়নি। বিষয়টি নিয়ে এলাকার ইউপি সদস্যসহ কয়েকজন ব্যক্তি বিষয়টি সুরাহা করতে দফায় দফায় চেস্টা করেন। ধর্ষকের এক নিকট আত্মীয় বলেন পারিবারিক কোলহের জের ধরে মিথ্যা ধর্ষনের অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার ৭লাখ টাকা দাবী করেছে।  বিষয়টি ফাঁস হওয়ায় খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিত শিশু ও তার পরিবারকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার(৪সেপ্টেম্বর) সকালে ধর্ষিত শিশুর বাবা আমিনুন ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬, তারিখ- ০৪/০৯/২৫ইং।  এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম লিংকন ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন বলেন- বিবজ্ঞ জজ আদালতে শিশুটির জবানবন্ধি শেষে মেডিকেল টেস্ট করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী পলাতক রয়েছে। তবে পুলিশ দ্রুত আসামীকেও গ্রেফতার করতে সক্ষম হবে।