বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
তাবলীগ জামায়েত বাংলাদেশের জিম্মাদার হযরত হাফেজ মাওলানা যোবায়ের বলেছেন, ভালো কথা বলুন, ভালো কাজ করুন। আখেরাতের জন্য নিজেকে তৈরি করুন। বৃহস্পতিবার দুপুরে (৪ সেপ্টে:) বিরামপুর মার্কাজ মসজিদে বিশেষ মুনাজাত পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।
মাওলানা যোবায়ের ঢাকা থেকে দিনাজপুর সফরের বিরতিকালে বিরামপুর মার্কাজ মসজিদে ইসলামী বয়ান ও বিশেষ মুনাতাজ করেন। এসময় তাঁর সাথে ছিলেন, হযরত মাওলানা আব্দুল বার, ইঞ্জিনিয়ার লতিবুর রহমান, ইঞ্জিনিয়ার আনিছুর রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে বিরামপুর ও পার্শ¦বর্তী এলাকার তাবলীগ জামায়েতের আলেম ও সাথীবৃন্দ অংশ গ্রহণ করেন। মাওলানা যোবায়েরের আগমন উপলক্ষ্যে মার্কাজ মসজিদে সকাল থেকে স্থানীয়দের মাঝে বয়ান করেন, বিরামপুর উপজেলা আলমী শুরার আমীর মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা খাদেমুল ইসলাম প্রমূখ।