বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বর্তমানে প্রশাসনিক কাজে জার্মানিতে অবস্থান করছেন। গত ১ সেপ্টেম্বর তিনি জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জিআইজেড) আয়োজিত “DS2S Regional Network Meeting”-এ অংশ নিতে আট দিনের সফরে দেশত্যাগ করেন।
উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে জটিলতা দেখা দেয়। কারণ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপ-উপাচার্য বা ট্রেজারার এ দায়িত্ব পালন করার কথা থাকলেও বর্তমানে দুটি পদই শূন্য। এমন পরিস্থিতিতে সিনিয়র ডিন বা কোনো সিনিয়র শিক্ষকের কাছে দায়িত্ব অর্পণ হওয়ার কথা।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ.এস.এম কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ী রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদকে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “উপাচার্য স্যারের অনুপস্থিতিতে একজন সিনিয়র শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তর করার নিয়ম থাকলেও তা উপেক্ষা করা হয়েছে।”
এ বিষয়ে রেজিস্ট্রার ড. হারুন-অর-রশীদ বলেন, “ভিসি স্যারের বিদেশ সফরের সময়ে আমি চলতি দায়িত্বে আছি। তবে দায়িত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় আইন-২০০৮ অনুযায়ী উপাচার্য চাইলে সিন্ডিকেটের অনুমোদনক্রমে এ দায়িত্ব অর্পণ করতে পারেন। আমার ক্ষেত্রে মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে। আইনগত বিষয়টি মন্ত্রণালয়ই ব্যাখ্যা করতে পারবে।”