আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর - সৈয়দপুর মহাসড়কে লাইসেন্সবিহীন গাড়ি ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরিধান ও গাড়ির কাগজপত্র সাথে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন চালকদের ৷ (ওসি) মোস্তাফিজুর রহমান আরো বলেন রংপুর - সৈয়দপুর মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির ও মোটরসাইকেল যৌথ অভিযান পরিচালনা করতেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশ সদস্যরা ৷ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ওসি বলেন একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না বয়ে আনে ৷