নীলফামারী প্রতিনিধিঃ
ধর্ষক বাইরে কেন? প্রশাসন জবাব চাই,স্লোগানে সৈয়দপুরে ১০ বছরের শিশু ধর্ষণকারী মোকছেদ আলী প্রামানিক (৫৬)কে গ্রেফতার ও ফাঁসির দাবীতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এমানববন্ধন অনুষ্ঠিত হয় ৷পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গত ২৯ আগস্ট সৈয়দপুরে প্রতিবেশী দাদার মোকছেদ আলী ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও পায়। তবে এখনো আসামী গ্রেফতার না করায় এলাকাবাসীর মনে ক্ষোভ বাড়ছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী তহশিলদারপাড়ার মৃত.বাছরা আলী প্রামানিকের ছেলে মোকছেদ আলী প্রামানিক (৫৬)। তার ছেলের মেয়ের (নাতনী) খেলার সাথী ১০ বছর বয়সের শিশু একা (ছদ্মনাম)। গত ২৯ আগস্ট দুপুর ১ টার দিকে নাতনীর সাথে খেলার সময় প্রতিবেশী ওই শিশুটিকে ঘর ঝাড় দিয়ে দেয়ার কথা বলে তার শয়ন কক্ষে নিয়ে যায় । এরপর শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে এবং ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে।
এরই প্রতিবাদে রবিবার ওই গ্রামের বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এবং দ্রুত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।