পীরগাছা সোসাইটির উদোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

2025-09-25 15:12:34

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি  রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক:

“জীবন ও সমাজ গঠনরে উদ্যেমে” পীরগাছা সোসাইটিরউদ্যোগে এসএসসি দাখিল সমমান-২৫ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার(৬ সেপ্টেম্বর)  বিকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাটি সঞ্চালনা করেন পীরগাছা সোসাইটি সদর ইউনিয়ন আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ।

পীরগাছা সোসাইটি সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পীরগাছা সোসাইটির উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি অ্যাডভোকেট নুর- নবী বুলবুল। আরো উপস্থিত ছিলেন পীরগাছা সোসাইটির পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, সার্বিক তত্বাবধানে  পীরগাছা সোসাইটির উপদেষ্টা ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন।