পীরগাছায় কীটনাশক পানে মানসিক রোগে আক্রান্ত  তরুণের মৃত্যু

2025-09-25 15:16:12

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় মানসিক রোগে আক্রান্ত তরুণ সোহপল রানা(১৮) ভুলবশত কীটনাশক পান করায় তার মৃত্যু হয়েছে।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট হায়াত খাঁ এলাকায় ঘটে। সোহেলা রানা আবু সাঈদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা মানসিক রোগে ভুগছিল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জ্যোতিময় রায়ের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল।

পরিবারের কৃষি জমিতে পোকামাকড় দমনের জন্য কেনা নাইট্রো কীটনাশক ঘরে রাখা ছিল। অসাবধানতাবশত সেটিকে জুসের বোতল ভেবে সোহেল পান করে ফেলেন। কিছুক্ষণ পরই তিনি ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

নিহতের মা শরিফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তান দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিল। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম। অসুস্থতার কারণে সে প্রায়ই অসংলগ্ন আচরণ করত। আজ সকালে ভুল করে বিষ পান করেছে। এতে তার মৃত্যু ঘটে। এ ঘটনা দুর্ঘটনাবশত ঘটেছে।

এ বিষয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।