পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার সুবিদ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন চৌধুরাণী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম। গতকাল রোববার দুপুরে মাদ্রাসা রুমে তাকে দায়িত্ব বুঝে দেন মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম। এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, কৈকুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ বাবলু, সাধারণ সম্পাদক মুনছুর আলী, মাদ্রাসার সহ-সুপার আবুল হোসেন ফখরুল, সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন, ইউনুছ আলী বসুনিয়া, চৌধুরাণী হাইস্কুলের সাবেক শিক্ষক ইয়াকুব আলী, সমাজ সেবক আলমগীর হোসেন প্রমুখ। সভায় মাদ্রাসার নিয়মিত পাঠদান, অবকাঠামো উন্নয়নসহ সকল সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।