উত্তম স্কুল এন্ড কলেজ অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

2025-09-25 15:12:36

নিজস্ব প্রতিবেদক:

উত্তম স্কুল এন্ড কলেজ রংপুরের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উত্তম স্কুল এন্ড কলেজের আয়োজনে এবং কলেজ মিলনায়তনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি রংপুরের উপজেলা একাডেমিক সুপার ভাইজার শারমিন আখতার, উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তম স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোকছেদুল আলম।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে শিক্ষার্থী ও অভিভাবক প্রশ্নমূলক বক্তব্য রাখেন, তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন প্রতিষ্টানের অধ্যক্ষ ও শিক্ষকগণ। পরে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে প্রথম পাঠ শেষ হয়। পরে স্কুলের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয় ও প্রতিটি শ্রেণীর ১ম,২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সকলের উপস্থিতিতে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানটি সহকারী শিক্ষক নাফিয়া আখতার বানুর  সঞ্চালনায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।