লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ-এঁর ইন্তেকাল

2025-09-25 15:15:59

খবর বিজ্ঞপ্তি:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ১নং ফুলগাছ গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ (৭২) সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা ৩০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ যোহর লালমনিরহাটের ফুলগাছ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় নামাজের জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম হাফিজুর রহমান হাফিজ-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে, মরহুম বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ-এঁর পৈতৃক ভিটা লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের ১নং ফুলগাছ গ্রামে। তবে তিনি লালমনিরহাটের বিডিআর রোডস্থ বসুন্ধরা এলাকায় তিনি তাঁর পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।