টেষ্ট পরীক্ষায় সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে....অধ্যক্ষ মোহাম্মদ আলী

2025-09-25 15:14:53

নিজস্ব প্রতিবেদক:

উত্তম স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেছেন, ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী টেষ্ট পরীক্ষায় সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে। কেউ যদি এক বিষয়েও খারাপ করে তবে সে ফাইনালে অংশ নিতে পারবে না। শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এরকমই নির্দেশনা দেয়া আছে। তাই তোমরা তোমাদের প্রয়োজনে প্রস্তুতি গ্রহণ করো। অবশ্যই টেষ্ট পরীক্ষায় সকলকে সকল বিষয়ে ১০০% পাশ করতে হবে।

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজ আয়োজিত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে ৫ম, ৯ম ও ১০ম শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি সকল শিক্ষার্থীর উদ্যেশ্যে বলেন, আজ অভিভাবক সমাবেশে অভিভাবকদের জন্য চিঠি ইস্যূ করা হয়েছে কিন্তু অভিভাবকের উপস্থিতি অসন্তোষজনক, হয় তোমরা চিঠি অভিভাবককে দেওনি নতুবা অভিভাবক নিজে থেকে আসেনি। এটা খুবই হতাশাজনক, আশা করবো সামনে থেকে এ সব হবে না। অবশ্যই যেন অভিভাবক উপস্থিত থাকে।

সমস্য নিয়ে অধ্যক্ষ বলেন, হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সব শিক্ষার্থী বা শিক্ষকের মেধাও এক নয়, তাই আমি বলবো সকলকে নিজের স্থানে থেকে মেধার মান বাড়াতে হবে। কোন প্রকার শিক্ষক বা প্রশাসনিক সমস্য মনে হলে আমাকে অথবা সহকারী প্রধান শিক্ষককে জানাতে হবে। আমরা অবশ্যই সেই সমস্যর সমাধান করবো। তারপরও সফলতার শিকরে আমাদের পৌছাতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোকছেদুল আলম। এ ছাড়াও সকল ক্লাস শিক্ষকরা সমাবেশে অংশ নেন।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে শিক্ষার্থী, অভিভাবক, সহকারী প্রধান শিক্ষক ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে প্রথম পাঠ শেষ হয়। পরে স্কুলের ৫ম, ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয় ও প্রতিটি শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সকলের উপস্থিতিতে মার্কশীট দিয়ে সম্মান প্রদান করা হয়। এ সময় ৫ম, ৯ম ও ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।