গঙ্গাচড়ায় মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

2025-09-25 15:15:52

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া ডাকবাংলো মাঠ থেকে র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা বিএনপি অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দল গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি তৃষ্ণা খাতুন। সভা সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মহিলা দল গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিনা খাতুন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল,ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।