নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলার রেজিস্ট্রেশন বিভাগের পীরগাছা সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার রাম জীবন কুন্ডু’র (পি.আরএল) অবসর জনিত বিদায় উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা রেজিস্ট্রশন বিভাগের আয়োজনে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব্য যোগদান করা জেলা সাব রেজিস্ট্রার সোহেল রানা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী সাব রেজিষ্ট্রারের কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন সদ্য বদলি জনিত বিদায়ী জেলা রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, রংপুর সদরের সাব রেজিস্ট্রার শুভ্রত কুমার সিংহ, বদরগঞ্জ সাব রেজিস্ট্রার রেজাউল ইসলাম বিপ্লব, কাউনিয়া সাব রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী, মিঠাপুকুর সাব রেজিস্ট্রার শিরিনা আক্তার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন নকল নবীশ আব্দুর রাজ্জাক ও গীতা পাঠ করেন নকল নবীশ পলাশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে রাম জীবন কুন্ডুকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অফিস স্টাফ, দলিল লেখক, নকল নবিস, বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সহকর্মীরা তাকে বিদায় জানান ও তাঁর কর্মজীবনের সফলতা এবং অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদায়ী সাব রেজিস্ট্রার রাম জীবন কুন্ডু তার বক্তব্যে বলেন, এই পেশা কঠিন ও সেবা মূলক পেশা। এই পেশায় রাজনৈতিক, উদ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন স্থান হতে চাপ নিয়ে কাজ করতে হয়। আমি চাই সকলে এই চাপকে ঠান্ডা মাথায় মোকাবেলা করবেন। কোন সুবিধাভোগীর সাথে খারাপ আচরণ করবেন না। গরম হয়ে কথা বলবেন না। একই কথা দুইভাবে বলা যায় নরম ও গরম আমরা নরম কথাটাকে ব্যবহার করবো কেউ যেন মনোক্ষুণ্য না হয়। সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।
এ সময় অফিস স্টাফ, দলিল লেখক, নকল নবিসসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সহকর্মীরা বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।