কাউনিয়ায় মহাসড়কে নছিমন খাদে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

2025-09-25 15:13:05

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন মহাসড়কের পাশে খাদে উল্টে গিয়ে একজন গরু ব্যবসায়ী মারা গেছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম মো: আমজাদ হোসেন (৫৮)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন আঠারোকিােঠা বিশ্বনাথপুরের মৃত ফজল মেম্বোরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, লালনিরহাটের বড়বাড়ী হাটে গরু বিক্রি করে নছিমনে করে বাড়ী নিজ বাড়ী ফেরছিলেন গরু ব্যবসায়ী আমজাদ হোসেন। দুপুর পৌনে দুইটার দিকে কাউনিয়া উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত ট্রাকের মৃদ ধাক্কায় নছিমন গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে নছিমনের চালকের পাশে বসে থাকা গরু ব্যবসায়ী আমজাদ হোসেন নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, মহাসড়কে অজ্ঞাত ট্রাকের বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন (ভটভটি) সড়কের পাশে খাদে পড়ে গিয়ে একজন মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।