বিরলে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

2025-09-25 15:16:14

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি'র সহযোগিতায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী, গোলাম সাকলাইন, স্পনসরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম প্রমূখ।আলোচনা সভা শেষে শিক্ষার্থীবৃন্দ সাইকেল র‍্যালি নিয়ে শংকরপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন।