বিরলে ধামইড় ইউনিয়ন বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

2025-09-25 15:14:30

নিজস্ব প্রতিবেদক:

বিরল উপজেলার ০৩ নং ধামইড় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার বিকেলে ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

ইউনিয়ন বিএনপির সভাপতি লাইসুর রহমান এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইলাম ও কৃষকদলের সভাপতি আব্দুল মালেক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিলন), মোঃ হায়দার আলী, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ রহমান, উপজেলা যুবদল নেতা জাজিদ হাসান বুলেট, পৌরছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমূখ।