পীরগাছা(রংপুর)প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় তাম্বুলপুরের ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে তাম্বুলপুর ইউনিয়নের ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। তাম্বুলপুর ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল (পিজিবি)হতে এ খেলার সামগ্রী বিতরণ করা হয়।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও তাম্বুলপুরইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এর সভাপতিত্বে পরিষদ হলরুমে খেলার সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, তাম্বুলপুর ইউপি সদস্য আব্দুল মোন্নাফ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, ইমান আলী, মাহবুবার রহমান লাবু প্রমূখ।