বদরগঞ্জে অজ্ঞাত মস্তক বিহীন এক নারীর লাশ উদ্ধার

2025-09-25 15:15:57

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে মস্তক বিহীন এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তাফাপুর জলুবর এলাকার একটি কাশিয়া ক্ষেতে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সরজমিনে স্থানীয় বাসিন্দারা জানান, জলুবর এলাকার মমতাজের জমির কাশিয়া ক্ষেতে দুর্গন্ধ বের হচ্ছে। এলাকাবাসীরা এগিয়ে গিয়ে দেখতে পান মস্তক বিহীন অজ্ঞাত মরদেহটি।ওই মরদেহটি দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছে। ঘটনাস্থল থেকে বদরগঞ্জ থানা খবর দিলে পুলিশ আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।