পীরগাছায় পাওটানাহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত

2025-09-25 15:14:27

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া। নির্বাচন চলাকালীন সময়ে পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলী বারী ভোট কক্ষ পরিদর্শন করেন। আর নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭৯৪ জন ভোটারের মধ্যে ৫০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে এবতেদায়ী ও দাখিল শাখায় মাওলানা মোবাশ্বের আলী, ফাজিল শাখায় সাখাওয়াত হোসেন মাস্টার এবং আলীম শাখায় আব্দুল হাকিম মিয়া নির্বাচিত হন। এর আগে একই দিন ২৭ জন শিক্ষকের ভোটে আশরাফুজ্জামান, নুরুল ইসলাম ও লাবলু মিয়া শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। পরে নির্বাচিত সকলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।