রংপুরে ১৯৮ বোতল ফেনসিডিল  ৩১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

2025-09-25 15:16:01

নিজস্ব প্রতিবেদক :

রংপুর ও লালমনিরহাটে পৃথক অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রায় ৩১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। এ অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যান থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ভ্যানচালকসহ তিন মাদক কারবারিদের গ্রেপ্তার করে র‌্যাবের আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন;  নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মিয়াপুর গ্রামের আব্দুল মোতালেব ওরফে শান্ত (২৫), সোনাইমুড়ির বড় কাগনা গ্রামের আরিফ হাসান (১৮) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মলিয়ারা গ্রামের মো. ইসরাফিল (২৭)।

র‍্যাব আরও জানায়, পৃথক আরেকটি অভিযানে বুধবার ভোররাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে প্রায় ৩১ কেজি গাঁজা উদ্ধার হয়। এসময় খিতিশ চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী দ্বিপালী রাণী রায়কে (৩৮) মাদক ব্যবসার অপরাধে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করেছে আসছেন। আইনগত ব্যবস্থা গ্রহণে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।