বিরামপুর (দিনাজপুর) পতিনিধি:
বিরামপুর থানা পুলিশ শহরের একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে রোববার (১৪ সেপ্টে:) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, বিরামপুর শহরের ধানহাটির পূর্বদিকে একটি পুকুরে শনিবার বিকেলে অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৭) গোসল করতে নামে। দীর্ঘ সময়েও সে না ওঠায় পাশের লোকজন পুলিশে খবর দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তার শনিবার রাত ১২টায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
থানার ওসি মমতাজুল হক জানান, সিআইডি’র মাধ্যমে লাশ সনাক্তের চেষ্টা এবং ময়না তদন্তের প্রস্তুতি চলছে।