রংপুর সদর উপজেলাতে সার ডিলার পয়েন্ট পরিদর্শন

2025-09-25 15:12:49

পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ এর নেতৃত্বে (পাঁচ) ইউনিয়নের বিভিন্ন সার ডিলার পয়েন্ট কীটনাশকের দোকান পরিদর্শন। মমিনপুর হরিদেবপুর ইউনিয়ন এর বিসিআইসি বিএডিসি মোট টি সার ডিলার পয়েন্ট কীটনাশকের দোকান পরিদর্শন করেন রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ সারওয়ার হোসেন সহ কৃষি কর্মকর্তারা। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ সাংবাদিকে বলেন কৃষকরা যাতে সার  কীটনাশক পেতে কোনো প্রকার হয়রানি না হয়, সার যেন চড়া দাম দিয়ে কিনতে না হয়, তাই আমরা নিয়মিত সার ডিলার পয়েন্ট কীটনাশক দোকান পরিদর্শন চলছে। এছাড়াও পরিদর্শনকালে ডিলার পয়েন্ট সারের মূল্য তালিকা টাঙানো ব্যাপারে নির্দেশ প্রদান করেন।