চিলমারীতে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও বরণ অনুষ্ঠিত

2025-09-25 15:12:42

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ হল রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।

কলেজের অধ্যক্ষ মোছা.নাছিমা রব্বানীর সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রথমে ২০২৫-২৬শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর ভার্চুয়ালী যোগদান করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক প্রধান বন সংরক্ষক ও সাংসদ বীরমুক্তিযোদ্ধা গোলাম হাবিব দুলাল।

সহকারী অধ্যাপক আব্দুর রহমান রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো.খলিলুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, জাকির হোসেন মন্ডল,মনজুরুল ইসলাম, মিজানুর রহমান নাসিম,গোলাম মাহবুব, মামুনুর রশিদ,পুলিশ উপ-পরিদর্শক ইয়াছিন আলী, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রওনক রহমান রোশনি, প্রথম বর্ষের শিক্ষার্থী ফারিয়া তাবাস্সুম প্রমুখ।