ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুর ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের সাগরপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত, নুর ইসলাম ওরফে সনজি (৪৮) তিনি মৃত নাজেম মন্ডলের ছেলে এবং সাগরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির আঙ্গিনা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ টাকা করে মোট মূল্য দাঁড়ায় ২ হাজার ৬০০ টাকা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর এই ধরনের অভিযান অব্যহত থাকবে।