নিজস্ব প্রতিবেদক:
রংপুরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই সেপ্টেম্বর) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
সভাপতির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব। এ উপলক্ষ্যে পূজামণ্ডপের শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসনকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পূজা পূর্ববর্তী, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকতে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্য ও কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তিনি পূজা উদ্যাপন কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে প্রশাসন, পুলিশসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সহযোগিতা করতে প্রস্তুত। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করার পাশাপাশি গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন।
তিনি আরো বলেন, মঞ্চে আলোকসজ্জার সাথে সাথে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিনি পূজামণ্ডপে ফায়ার সার্ভিসের নম্বরসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর ঝুলিয়ে রাখার মতামত দেন।
প্রত্যেক পূজামণ্ডপে নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নারী ও পরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জেলা ও উপজেলার পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।