ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সুধীজন ও শিক্ষার্থীদের সাথে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্ব) উপজেলার ডুগডুগীহাট পড়ইল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় আব্দুল বাড়ির সভাপতিত্বে সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ী ওহাব মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সুধীজনরা অংশ নেন।