নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ফ্যাশন উদ্যোগ “সোহরাই” এবার এগিয়ে এলো একটি সবুজ পদক্ষেপ নিয়ে। সম্প্রতি ওঁরাও জনগোষ্ঠীর এলাকায় তাদের লাভের অংশ থেকে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ সংরক্ষণকে প্রাধান্য দিচ্ছে এই সামাজিক উদ্যোগ। নারী ক্ষমতায়ন, টেকসই ফ্যাশন এবং পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহারের পাশাপাশি সোহরাই এবার স্থানীয় পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছে।
অনুষ্ঠানে স্থানীয় নারীরা, সম্প্রদায়ের সদস্য এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, এই বৃক্ষরোপণ কেবল পরিবেশের জন্য নয়, বরং একটি প্রতীক—যেখানে নারীর পরিশ্রম, ঐতিহ্যের রঙ এবং টেকসই উন্নয়নের স্বপ্ন মিলেমিশে আছে।
সোহরাইয়ের একজন উদ্যোক্তা জানান, “আমরা প্রথমে স্থানীয় দর্জি ও কারখানা থেকে বেঁচে যাওয়া বা বর্জ্য ঝুট কাপড় সংগ্রহ করি এবং তা ওঁরাও জনগোষ্ঠীর নারীদের কাছে পৌঁছে দেই। এরপর তাদের হাতে কলমে পুনর্ব্যবহারের কৌশল এবং সৃজনশীল ডিজাইন তৈরির প্রক্রিয়া শেখানো হয়।
নারীরা তাদের ঐতিহ্যবাহী ছোঁয়া এবং বিশেষ হাতের কাজ ব্যবহার করে কাপড়গুলোকে নতুন রূপে রূপান্তরিত করে।
ফলস্বরূপ জন্ম নেয় দৃষ্টিনন্দন শাড়ি, জামা, কুশন কভার, ব্যাগ, কানের দুল এবং আরও নানা ধরনের অনন্য পণ্য, যা শুধু সুন্দরই নয়, বরং সংগ্রহীত কাপড়কে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরিত করে।
আমরা বিশ্বাস করি, ফ্যাশন শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি সমাজ ও পরিবেশের জন্য ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে। বৃক্ষরোপণ আমাদের সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।”
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণ করা হবে যাতে ওঁরাও সম্প্রদায় ও স্থানীয় পরিবেশ সমানভাবে উপকৃত হয়।
আমাদের প্রতিদিন/মাসফি