নিজস্ব প্রতিবেদক:
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে "নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ" এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সকাল ১১টায় সময়, চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে "উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক" এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ তিনি বলেন, জেলা ও উপজেলার সকল সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়, সকলকে ধৈর্য্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং চিলমারীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাল্য বিয়ে, মাদকদ্রব্য, অন-লাইন জুয়াসহ সকল ধরনের সমস্যা সমাধানের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা আমির অধ্যাপক নুর আলম মুকুল, খেলাফত মজলিসের চিলমারী উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবির, রমনা মডেল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন নুর আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী জুলফিকার রহমান জুয়েলসহ উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকগন অংশগ্রহণ করেন।