বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

2025-09-25 17:00:01

বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছরফ উদ্দিন মন্ডল (৪৮) নামে একজনের কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ছরফ উদ্দিনের বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাগড়াবন্ধ কালীগঞ্জ মন্ডলপাড়া গ্রামে। তিনি মৃত আব্দুল সাত্তার মন্ডলের ছেলে।

জানা যায়, বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে শিম গাছের ডালপালা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়ো হয়েছিল। সেই ডালপালা বৈদ্যুতিক তারের পাশ থেকে সরাতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে তারের সঙ্গে আটকে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রায় আধাঘন্টা পর পরিবারের লোকজন দেখতে পেয়ে শুকনো বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার থেকে নামিয়ে নেন পরিবারের লোকজন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।