নিজস্ব প্রতিবেদক:
কাউনিয়ায় গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তি। মঙ্গলবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি রেলগেট এলাকায় স্থানীয় ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়।
৩ টায় তাদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো শ্রী রতন কুমার(২৮) ও পঙ্কজ কুমার(৩৫)। গ্রেফতার কৃতরা লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বাসিন্দা। কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস.আই ব্রজ গোপাল কর্মকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তারা দীর্ঘ দিন থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে সক্ষম হয়েছি।
আমাদের প্রতিদিন/মাসফিকুল।