গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনের পৌর শহরে মাস্টারপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের ঘোড়াঘাট আর্মি ক্যাম্পের মেজর এম, নাজমুল হায়দার নাহিদ পিএসসি। উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের সভাপতি সার্জেন্ট (অব:) আবু রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত ক্যাম্পের এমএফআরও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুর রহমান, ওয়ারেন্ট অফিসার আব্দুল আলিম, সার্জেন্ট সুলতান মাহমুদ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে সার্জেন্ট জাহিদুল ইসলাম, সার্জেন্ট আসলাম, কর্পোরাল সৈয়দ আবু মোস্তান, সার্জেন্ট সাইফুল ইসলাম, সার্জেন্ট আকতার হোসেন, সার্জেন্ট হেলাল মিয়া প্রমুখ। গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন এবং পৌর এলাকার বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।