ক্রীড়া প্রতিবেদক:
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হতে না হতেই বড় ধাক্কা খেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইনজুরির কারণে দলের সেরা তরুণ তারকা লামিন ইয়ামাল খেলতে পারছেন না ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচে।
আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় সেন্ট জেমস পার্কে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে ঘোষিত ২২ সদস্যের স্কোয়াডে নেই ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার।
চলতি মাসের শুরুতে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান ইয়ামাল। ব্যথানাশক নিয়ে খেলা চালিয়ে যাওয়ায় তার ইনজুরি আরও জটিল হয়। ক্লাবে ফেরার পর স্ক্যান রিপোর্টে দেখা যায়, চোট গুরুতর। ফলে তাকে মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছে না বার্সেলোনা।
এই ঘটনায় জাতীয় দলের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তার মতে, একজন উদীয়মান ফুটবলারের এমন অব্যবস্থাপনার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক।
ইয়ামালের সঙ্গে ইনজুরির তালিকায় আছেন আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়:
আলেহান্দ্রো বালদে (হ্যামস্ট্রিং)
গাভি (হাঁটুর ইনজুরি) তবে স্বস্তির খবর, মিডফিল্ডের স্তম্ভ ফ্রেঙ্কি ডি ইয়ং সুস্থ হয়ে দলে ফিরেছেন। ইনজুরির পর এটিই তার প্রথম ম্যাচ হতে যাচ্ছে।
এবারের গ্রুপ পর্বে বার্সেলোনার প্রতিপক্ষদের তালিকা বেশ চ্যালেঞ্জিং:
প্রতিপক্ষ ম্যাচ ভেন্যু
নিউক্যাসেল অ্যাওয়ে পিএসজি হোম
চেলসি অ্যাওয়ে
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট হোম
ক্লাব ব্রুজ অ্যাওয়ে
অলিম্পিয়াকোস হোম
স্লাভিয়া প্রাহা অ্যাওয়ে
কোপেনহেগেন হোম
গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেয় বার্সা। এবার ফ্লিকের অধীনে তারা নতুন কৌশলে ঘুরে দাঁড়াতে চায়।
নিউক্যাসেল ইউনাইটেড বনাম বার্সেলোনা সময়: রাত ১টা (বাংলাদেশ সময়) ভেন্যু: সেন্ট জেমস পার্ক, ইংল্যান্ড
ইয়ামাল, বালদে ও গাভির অনুপস্থিতি বার্সেলোনার শুরুর চ্যালেঞ্জ আরও কঠিন করে তুলেছে। তবে ডি ইয়ংয়ের প্রত্যাবর্তন কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এখন দেখার বিষয়—এই প্রতিকূলতা পেরিয়ে বার্সেলোনা কীভাবে তাদের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করে।