ক্রীড়া প্রতিবেদক:
এশিয়া কাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল ও লজ্জাজনক রেকর্ড গড়েছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। বাঁহাতি এই তরুণ ব্যাটার এখন ওপেনার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক ডাকের শিকার হওয়া ষষ্ঠ ক্রিকেটার।
চলতি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ইনিংসের প্রথম বলেই আউট হন সাইম। তৃতীয় ম্যাচে তিনি প্রথম বলটি সামাল দিলেও দ্বিতীয় বলেই থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফিরে যান। ফলাফল—টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে নিজের নাম লেখান অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে।
২৩ বছর বয়সী সাইম আইয়ুব এখন পর্যন্ত ৪২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এবং ৮ বার শূন্য রানে আউট হয়েছেন। তরুণ প্রতিভাবান এই ব্যাটারের এমন ব্যর্থতা নিয়ে সমর্থকদের মধ্যে দেখা গেছে হতাশা ও সমালোচনা।
সাইমের হতাশাজনক ফর্মের মধ্যেও পাকিস্তান দল জয় পেয়েছে দারুণভাবে। শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে বাবর আজমের দল। একই গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে ভারত।
আজ (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে। কারণ, বাংলাদেশের সুপার ফোরে যাওয়া নির্ভর করছে লঙ্কানদের জয়ের ওপর।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। যদি শ্রীলঙ্কা জেতে, তাহলে সুপার ফোরে ঢোকার আশা বাঁচবে টাইগারদের। অন্যদিকে, আফগানিস্তান জিতে গেলে বিদায় নিতে হবে বাংলাদেশকে।