নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এনথ্রাক্স রোগ প্রতিরোধে মাংস ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
সভায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান, ভেটেনারি সার্জন ইউসুফ আলী সরকারসহ উপজেলার জনপ্রতিনিধি ও মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।
সভায় পশু জবাই আইন-২০১১ প্রতিপালন করার আহ্বান জানিয়ে বক্তারা মাংস ব্যবসায়ীদের অসুস্থ্য পশু ক্রয় বা জবাই করা থেকে বিরত থাকা ও জবাইয়ের আগে নির্ধারিত ভেটেরিনারি পরীক্ষা ছাড়া পশু জবাই থেকে বিরত থাকতে বলেন।