৫ বছরের শিশু পুত্রকে ছুরি হত্যা মায়ের  আত্মহত্যা

2025-09-25 15:14:44

নিজস্ব প্রতিবেদক:

 ৫ বছরের শিশুপুত্র হোজাইফাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা সুমাইয়া আক্তার (২২)। 

 শুক্রবার ফরিদপুরের সদর উপজেলার পূর্ব কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোজাইফা ওই গ্রামের রমজান মুন্সীর পুত্র।

 জানা গেছে, হোজাইফা বাবা-মায়ের সঙ্গে বাসায় ঘুমাচ্ছিলেন। পরে সন্ধ্যার পর রমজানের ছোট ভাই সোহাগ মুন্সীর স্ত্রী ফারহানা আক্তার (২০) এ ঘটনা স্থানীয়দের জানালে তারা ঘরে গিয়ে দেখেন সুমাইয়া গলায় রশি দিয়ে ঝুলছে।

আর পুত্র হোজাইফার গলাকাটা মরদেহ পড়ে আছে। তখন সুমাইয়াকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সুমাইয়া সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাইচ্যা গ্রামের রমজান শেখের মেয়ে। গত ৭/৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। সুমাইয়া ১০ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা যায়।  ঘটনাস্থলে উপস্থিত থাকা সদরপুর থানার সাব- ইন্সপেক্টর আলমগীর শরীফ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। 
আমাদের প্রতিদিন/শরিফুল ইসলাম।