বদরগঞ্জে (রংপুর) প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জ হাসপাতালে সকাল থেকে বহির্বিভাগে রোগীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা শত শত রোগী চিকিৎসার জন্য হাসপাতালে জড়ো হন। সকাল আটটার আগেই বহির্বিভাগের সামনে লম্বা লাইন তৈরি হয়।
হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, প্রতিদিনের তুলনায় আজ রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। সীমিত ডাক্তার ও কর্মী নিয়ে এত রোগী সামলানো কঠিন হয়ে পড়েছে। রোগীদের ভিড় সামলাতে নার্স ও সহকারী কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন।
অপেক্ষমাণ রোগীদের অভিযোগ, চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে ভিড়ের কারণে সঠিকভাবে বসার জায়গাও পাচ্ছেন না। একজন রোগীর স্বজন জানান, সকাল থেকে লাইনে আছি, এক ঘন্টা পার হয়ে গেল ভিড়ের কারণে এখনো ডাক্তারের কাছে পৌঁছাতে পারি নি। বৃদ্ধ মানুষ নিয়ে এতক্ষণ অপেক্ষা করা কষ্টকর।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর সংখ্যা বাড়লেও জনবল আগের মতোই রয়ে গেছে। তারা অতিরিক্ত ডাক্তার ও কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন। এছাড়া বহির্বিভাগের অবকাঠামো সম্প্রসারণ করলে রোগীর চাপ সামলানো সহজ হবে বলেও মত দেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরে আক্তার সিদ্দিক (ওরফে) পভেল জানান, বর্তমানে বড়দের জ্বর ও ডায়রিয়া রোগী বেশি। এছাড়াও বাচ্চাদের নিউমোনিয়া রোগী একটু বেশি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে ডাক্তার রয়েছে ৭ জন। ৭ জন ডাক্তার দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আর পরিচ্ছন্ন কর্মী বাইরে থেকে নেওয়া হয়েছে নিয়োগপ্রাপ্ত কোন পরিছন্ন কর্মী নেই। একটু তো হিমশিম খেতে হচ্ছেই বলে জানিয়েছেন তিনি।