গঙ্গাচড়ায় তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের অস্বচ্ছলদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প

2025-09-25 15:15:55

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের অস্বচ্ছলদের বিনামূল্যে চক্ষুসেবা দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। দীপ আই কেয়ার হাসপাতালের সহযোগিতায় রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি ব্র্যাক শাখায় বিনামূল্যে তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। সেই সাথে রোগীদের বিনামূল্যে চোখের ছানী অপারেশনেরও ব্যবস্থা করা হয়। চরাঞ্চলের নিকটবর্তী এলাকায় চক্ষুসেবা পাওয়ায় খুশি রোগীরা। আগামীতেও সরকারী-বেসরকারী উদ্যোগে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের দাবী জানান তারা। চক্ষুসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন, আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মোঃ আফতাবুজ্জামান, ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার জামিউল ইসলাম চৌধুরী, ডিভিশনাল কো অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান, রিজিওনাল কোঅর্ডিনেটর জাহাঙ্গীর আলম, শাখা ব্যবস্থাপক নাজমুল হকসহ অন্যরা।

ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার জামিউল ইসলাম চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্র্যাক সব সময় মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নানা সংগঠনের উদ্যোগে সারা বছর স্বাস্থ্যসেবা ক্যাম্প হলেও চক্ষু সেবা থেকে তিস্তা তীরবর্তী চরাঞ্চলের মানুষেরা বঞ্চিত থাকে। রংপুর শহরে চক্ষু হাসপাতাল হওয়ায় তারা সেখানে গিয়ে সেবা নিতে পারে না। তাই আমরা হাতের নাগালে চক্ষুসেবা ক্যাম্প করেছি। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ চলমান থাকবে।