পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর সদরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি এবং শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। মণ্ডপ কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপনের আহ্বান জানান। এসময় নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন,শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের সকল মহলের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মুনিমুল হক, সাংবাদিক , কোতোয়ালী থানা পুলিশের টহল দল ও গ্রামপুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরে ইউএনও বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত পূজা কমিটি ও ভক্তদের সঙ্গে কথা বলেন।