লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়নের সাবেক ছিটমহল বাঁশপচাই ভিতরকুটিস্থ বিদ্যালয় মাঠে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ রুহুল আমিন, মোঃ আনসার আলী, মোহামিনা। বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান প্রমুখ। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রোগ্রাম অফিসার এস. এম মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, অভিভাবক, যুব গ্রুপের সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত যুব গ্রুপের সদস্য ও অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেয়েদের ১৮ ও ছেলেদের ২১বছরের আগে বিবাহ না দেয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোকপাত করেন।
পরে লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক ছিটমহল বাঁশপচাই ভিতরকুটিস্থ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র্যালি এসে শেষ হয়।