পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
বউ-শাশুড়ির অঙ্গীকার গর্ভকালীন সেবার অধিকার’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে পাটগ্রাম অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ির মেলা। জননী প্রকল্পের সহযোগিতায় পাটগ্রাম উপজেলায় জোংড়া ন্যাশনাল হাইস্কুল মাঠে মেলার আয়োজন করে । মেলায় জোংড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক বউ-শাশুড়ি অংশগ্রহন করেন।
বউ-শাশুড়ি মেলায় বিভিন অধিদপ্তরের স্টল বসানো হয়। মেলায় গর্ভবতী মায়েদেরে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ও গর্ভকালীন চেকআপ করা হয়। মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা এবং প্রাতিষ্ঠানিক প্রসব করার জন্য সচেতনতামুলক পালা গান প্রদর্শন করা হয়। জোংড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে যেসব গর্ভবতী মা নরমাল ডেলিভারী করিয়েছেন তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।
জননী প্রকল্প গর্ভবতী মা ও নবজাতকদের স্বাস্থ্যসেবা গ্রহন বৃদ্ধি করতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। গর্ভবতী মা ও নবজাতক ছাড়াও প্রকল্পটি আশপাশের কিশোর-কিশোরী, বিবাহিত নারীদের স্বামী, শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য সচেতনতা তৈরি করতেও কাজ করছে। এই প্রকল্পটির মাধ্যমে গর্ভবতী নারীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও আচরণ পরিবর্তনের জন্য কাজ করছে। এ মেলার মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধি করা হয়।
’জিরো হোম ডেলিভারী থিমকে’ সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সংযুক্ত থেকে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জননী প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বউ-শাশুড়ির মেলার আয়োজন করছে। জননী প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে কেওয়াইআইসিএ এবং কারিগরী সহায়তা দিচ্ছে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ।
জননী প্রকল্প রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। এই প্রকল্পটির মুল লক্ষ্য হচ্ছে রংপুর বিভাগে মাতৃ মৃত্যু কমানো ও বাল্য বিবাহ রোধকল্পে সামাজিক প্রচারনা। এই প্রকল্পটি ২০২৩ সালের মার্চ থেকে সরকারের প্রয়োজনীয় সকল সেক্টর বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের নাথে সমন্বয় করে কাজ করছে।
বউ-শাশুড়ি মেলায় আসা গর্ভবতী মা হালিমা বেগম জানান, তিনি জননী প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সচেতন হয়েছেন। তিনি বাড়িতে ডেলিভারী করাবেন না। তিনি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নরমাল ডেলিভারী করাবেন। এতে তার সন্তান এবং তিনি সুস্থ্য থাকবেন।
মেলায় আসা শাশুড়ি মোর্শেদা বেগম জানান, জননী প্রকল্পের মাধ্যমে জানতে পেরেছেন কিভাবে গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে। তিনি তার ছেলের গর্ভবতী বউয়ের যত্ন নিচ্ছেন।
বউ-শাশুড়ি মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তম কুমার দাশ - উপজেলা নির্বাহী কর্মকর্তা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ খুরশিদুল ইসলাম - এমওএমসিএইচ এফপি- পরিবার পরিকল্পনা বিভাগ, প্রেসক্নাব পাটগ্রামের সাধারণ সম্পাদক এস আই সবুজ, মনিরুল ইসলাম মনির - সাধারণ সম্পাদক, জোংড়া ইউনিয়ন বিএনপি, মোঃ নজরুল ইসলাম - প্রধান শিক্ষক জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়, সুমন ইসলাম - পরিচালক রক্ত কনিকা সেচ্ছাসেবী সংগঠন। এছাড়া জননী প্রকল্পের মোঃ নাজমুল হুদা ডাকুয়া - অফিসার গর্ভমেন্ট রিলেশন ও কমিউনিটি মবিলাইজেশন, বিশ্বনাথ শর্মা- অফিসার ক্যাপাসিটি বিল্ডিং আরডিআরএস বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জোংড়া ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান।