রাজারহাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

2025-09-25 15:12:41

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের রাজারহাটে সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২সেপ্টম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আইনশৃঙ্খলা কমিটির সভায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা বিএনপি'র আহবায়ক আনিছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলনা মো কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপির উপজলা যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তোফায়েল প্রমুখ। সভায় রাজারহাট উপজেলার চুরি, জুয়া, মাদক, যানজট, সড়ক সংষ্কার ও শারদীয় দূর্গা পূজায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলোচনা করেন বক্তারা।